কী ঘটবে ডিসি-১০-এর ভাগ্যে?

biman02ঢাকা থেকে উড়ে গিয়ে বার্মিংহামে প্রদর্শনীমূলক উড্ডয়নে অংশ নিয়েছে ডিসি-১০। বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল ই-মেইল মারফত জানালেন সেই প্রদর্শনীর খবর।
‘বার্মিংহামে এক ঘণ্টার প্রদর্শনীমূলক উড্ডয়নের সবগুলো টিকিটই বিক্রি হয়ে গেছে। সিএনএন, বিবিসি, আইটিভি, ইউএসএটুডেসহ সারা বিশ্বের সংবাদমাধ্যমগুলো থেকে আমরা অসাধারণ সাড়া পেয়েছি। এটি বাংলাদেশ বিমান এবং পুরো বাংলাদেশের জন্য একটি বড় ধরনের ইতিবাচক সাড়া।’ 
এরমধ্যে বিমানের বহরে যোগ দিয়েছে বোয়িং ৭৭৭-৩০০ ইআর। যার নাম আকাশপ্রদীপ। 
ডিসি-১০ যুক্তরাষ্ট্রের একটি জাদুঘরে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটা হচ্ছে না।
তবে ডিসি-১০-এর শেষ পরিণতি কি হতে যাচ্ছে? 
‘দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ডিসি-১০ ঢাকায় ফিরে এলে এটিকে স্ক্রেপ (জঞ্জাল) হিসেবে বিক্রি করা হবে। আমরা খুব ভালো কিছু প্রস্তাব পেয়েছি এ ব্যাপারে। সেটি আমাদের জন্য অর্থনৈতিকভাবে ভালো হবে’ মন্তব্য কেভিনের।

ক্লাসিফাইড বিজ্ঞাপন
addd
addd
addd
addd

Perfect Facebook Like Box Sidebar