আল কায়দার ডিজিটাল হেডকোয়ার্টার টাঙ্গাইল!
আল কায়দা প্রধানের কথিত ভিডিও বার্তা নিয়ে সরকারের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য দেয়ায় সংশ্লিষ্টদের কটাক্ষ করে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘আল
কায়দার ডিজিটাল হেডকোয়ার্টার এখন টাঙ্গাইল।’
গতকাল ফেসবুকে এক স্ট্যাটাসে পার্থ বলেন, ‘আল কায়দার ডিজিটাল হেডকোয়ার্টার এখন টাঙ্গাইল। সতর্কভাবে পড়ুন। সংবাদে বলা হয়েছে, বার্তাটি আপলোড করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এখন আবার বলা হচ্ছে, টাঙ্গাইল থেকে যাকে গ্রেফতার করা হয়েছে তিনিই এ ঘটনার পেছনের মূল ব্যক্তি।’
এ নিয়ে একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদ যুক্ত করেন তিনি।
ওই সংবাদে বলা হয়েছে, টাঙ্গাইলের মাঝিপাড়া থেকে রাসেল বিন সত্তার (২১) নামের এক যুবককে আটক করেছে র্যাব। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় তাকে আটক করা হয়।
র্যাব দাবি করছে, জাওয়াহিরির কথিত ভিডিও বার্তা ইন্টারনেটে প্রকাশের মূলে রয়েছেন রাসেল।
অন্যদিকে জাওয়াহিরির কথিত ভিডিও বার্তাটি যুক্তরাষ্ট্র থেকে ইন্টারনেটে ছাড়া হয় বলে সোমবার জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
অন্যদিকে গতকালও এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ওই ভিডিওটি আপলোড করা হয় যুক্তরাষ্ট্রের আরিজোনা থেকে।