অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ : নামিবিয়া ৪১/২

Rubelটসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তের যথার্থতা ভালোভাবেই প্রমাণ করছেন বাংলাদেশের পেসাররা। প্রথম ৬ ওভারের মধ্যেই দুই লঙ্কান ওপেনার তিলকারত্নে দিলশান ও কৌশল পেরেরার উইকেট তুলে নিয়েছেন রুবেল হোসেন। আল আমিন হোসেন ফিরিয়েছেন ‘ভয়ংকর’ কুমার সাঙ্গাকারাকে। দিনেশ চান্ডিমাল ফিরেছেন রান আউটে কাটা পড়ে। আসান প্রিয়ঞ্জনকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে ফিরিয়েছেন সাকিব আল হাসান। লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে পরিষ্কার বোল্ড করে ফিরিয়েছেন আরাফাত সানি। নুয়ান কুলাসেকারাকেও ফিরিয়েছেন সানি।

কিথুরুয়ান ভিথানাগা কাটা পড়েছেন রান আউটে। প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ২১.৩ ওভারে ৮ উইকেটে ৬৭।ভেজা মাঠের কারণে কিছুটা দেরিতেই শুরু হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। খেলার দৈর্ঘ্যও কিছুটা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন
আম্পায়াররা। প্রথম ওয়ানডেটি হবে ৪৩ ওভারের। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বেলা পৌনে তিনটায়।এদিকে ওয়ার্ম-আপ করার সময় চোট পাওয়ায় আজ খেলছেন না মাশরাফি বিন মুর্তজা। কাঁধে ব্যথা পাওয়ার কারণে খেলছেন না তামিম ইকবালও।

ক্লাসিফাইড বিজ্ঞাপন
addd
addd
addd
addd

Perfect Facebook Like Box Sidebar